Press Conference Before Attending IBO2016

IBO2016-Bangladesh-Banner.wClick Here to View Facebook Photo Album

Click Here to Download Our Special Souvenir on IBO2016


তারিখ: ১৩ জুলাই, ২০১৬

স্থান: শহীদ মুনীর চৌধুরী মিলনায়তন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয়

বিষয়: আগামী ১৭-২৪ জুলাই, ২০১৬ ভিয়েতনামে অনুষ্ঠেয় ২৭ তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রথমবার অংশগ্রহণ উপলক্ষ্যে।

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড

‘আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড’ হলো জীববিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ও সম্মানজনক আসর। এতে ষাটটির অধিক দেশ প্রতিবছর অংশগ্রহণ করে থাকে। একটি দেশ থেকে কেবল একটি দল অংশ নিতে পারে। অংশগ্রহণকারী প্রতিটি দলে সর্বোচ্চ চারজন প্রতিযোগী শিক্ষার্থী এবং দুইজন শিক্ষক থাকতে পারেন। শিক্ষার্থীদেরকে অবশ্যই উচ্চমাধ্যমিক বা তার নিচের কোনো স্তরে অধ্যয়নরত হতে হয় এবং বয়স হতে হয় কুড়ি বছরের কম। একেক বছর এক একটি দেশে এই আন্তর্জাতিক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত জীববিজ্ঞানী এবং জীববিজ্ঞান শিক্ষকদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক কমিটি আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করে থাকে।

বিস্তারিত জানতে: www.ibo-info.org এবং www.ibo2016.org

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য দল বাছাই করার লক্ষ্যে প্রতিটি দেশে একটি করে অনুমোদিত সংগঠন বা সংস্থা রয়েছে। বাংলাদেশে এই কাজটি করে থাকে Ôবাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডÕ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দেশে জীববিজ্ঞানকে জনপ্রিয় করা এবং জীববিজ্ঞান-সংশ্লিষ্ট বিভিন্ন খাত, যেমন কৃষি, চিকিৎসা, জীবপ্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি করা ও প্রসার ঘটানোর লক্ষ্যে ২০১২ সালে যাত্রা শুরু করে সংগঠনটি। এখন পর্যন্ত কোনো স্থায়ী কর্পোরেট স্পন্সর না থাকার কারণে এই সংগঠনটির কার্যক্রম পরিচালনার ব্যয় নির্বাহ হয় অনুষ্ঠানসমূহে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিবন্ধন ফি, অনিয়মিত স্পন্সর এবং ব্যক্তি পর্যায়ের অনুদান থেকে।

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে প্রতিযোগী হিসেবে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ

শিক্ষার্থীদের জীববিজ্ঞান সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এবং শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ে আগ্রহ সৃষ্টি করতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছিল জাতীয় জীববিজ্ঞান উৎসবের। এবছর ৫ ফেব্রুয়ারি ‘লক্ষ্য এবার ভিয়েতনাম জয়’ স্লোগান সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বসেছিল দেশে জীববিজ্ঞানের সবচেয়ে বড় এ আসর। রাজধানীর বিভিন্ন স্কুল ছাড়াও সারা দেশের ৪৭ টি জেলা থেকে ৬০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী এতে অংশ নেয়। এতে মোট ৬০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। জাতীয় উৎসবে বিজয়ীদের নিয়ে জীববিজ্ঞান বিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণ ও চূড়ান্ত বাছাইয়ের জন্য ১১-১৩ মার্চ সাভারে অবস্থিত জাতীয় জীবপ্রযুক্তি ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়

দ্বিতীয় জাতীয় বায়োক্যাম্প। ক্যাম্পের মূল্যায়ন পরীক্ষায় চারজন শিক্ষার্থী অর্জন করে ‘মাস্টার ক্যাম্পার’ পুরস্কার। বিজয়ীরা হলো: সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের আইমান ওয়াদুদ, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের ওয়াসিক হাসান, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের মাইশা মুনাওয়ারা প্রমি এবং স্কলাস্টিকার ওয়াসি রহমান চৌধুরী। তারা আগামী ১৭-২৪ জুলাই ২০১৬ তে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে প্রতিযোগিতা করবে। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় এ বছর বাংলাদেশ দলে চার ক্ষুদে বিজ্ঞানীর সাথে থাকবেন দুইজন দলনেতা ও জুরি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাখহরি সরকার এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো: সামিউল আলম রাজীব। তাঁরা বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সদস্য। আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০১৬ তে অংশগ্রহণে বাংলাদেশ দলের স্পন্সর প্রাইম ব্যাংক, সোয়েটার মেকার্স এবং ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড।


Date: July 13, 2016

Venue: Shaheed Munir Chowdhury conference hall, Teacher-Student center (TSC), Dhaka University

Subject: Regarding the first-time-ever participation of Bangladeshi students in the 27th International Biology Olympiad during July 17-24, 2016 in Vietnam.

International Biology Olympiad

‘International Biology Olympiad’ is the biggest and the most prestigious global phenomenon on biology up to high school (HSC/A-level/equivalent). More than sixty countries participate in it every year. One team per country can take part in this competition. Every participating national team may comprise of up to four student competitors and two teachers. Students must be studying at high school (HSC/A-level/equivalent) or any lower level and their age must be below twenty. The competition is arranged in a different country each year. An international committee of renowned biologists and prominent teachers arrange International Biology Olympiad.

For details: www.ibo-info.org and www.ibo2016.org

Bangladesh Biology Olympiad

There is an approved/affiliated organization or agency in each participating country to select the national team to compete in the International Biology Olympiad. In Bangladesh, this task is undertaken by a volunteer organization called ‘Bangladesh Biology Olympiad’. This organization started its journey in 2012 with the aim of popularizing biological sciences in the country as well as to promote and prosper different biological sectors like agriculture, health, biotechnology etc. Due to the lack of any permanent/stable corporate sponsor till now, the activities of the organization are mainly financed by students’ registration fees, irregular sponsorships and personal donations.

Inaugural Participation of Bangladesh as Competitor in International Biology Olympiad

National Biology Olympiad had been arranged for the second time in order to promote biological sciences and to convey a clear idea about biology among students. This national event, the biggest one on biology in the country, was held on February 5 this year at Curzon Hall premises of Dhaka University. Besides the schools of the capital, about a thousand students from sixty educational institutes hailing from forty-seven districts of the country participated in this olympiad. Sixty students were awarded among them for their outstanding performances. Winners of the National Biology Olympiad were invited to participate in the Second National BioCamp held during March 11-13, 2016 at the National Institute of Biotechnology, Savar where hands-on training sessions on practical aspects of biology were arranged along with a test to select the final team. After evaluation, four campers were awarded ‘Master Campers’ who were selected as the student participants in the International Biology Olympiad. They were: Ayman Wadud of Saint Joseph Higher Secondary School, Wasique Hasan of Mastermind English Medium School, Maisha Munawwara Prome of Oxford International School and Wasee Rahman Chowdhury of Scholastica. Two teachers who will accompany those four participants in the International Biology Olympiad will act as team leaders and jury members: Professor Dr. Rakha Hari Sarker, Department of Botany, Dhaka University and Md. Samiul Alam Rajib, Senior Lecturer, Department of Pharmacy, BRAC University. They are members of the Bangladesh Biology Olympiad Central Committee. Sponsors of  team Bangladesh in International Biology Olympiad 2016 are: Prime Bank, Sweater Makers and Fair Distributions Ltd.