be an ENZYME

Let’s catalyze           

                         towards a revolution



We the
ENZYMES, volunteers of bdbo are the main active part in the bdbo family.

Let’s join the ENZYME family to enforce the activities of bdbo.


বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড স্বেচ্ছাসেবক হওয়ার শর্তাবলী:
১)    বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেকোনো শিক্ষার্থী বা তদূর্ধ যেকোনো ব্যক্তি স্বেচ্ছাসেবক হতে পারবেন।
২)    জীববিজ্ঞানে আগ্রহী হওয়াই যথেষ্ট, একাডেমিক ব্যাকগ্রাউন্ড অত্যাবশ্যক নয়।
৩)    শুধুমাত্র নিঃস্বার্থ আনন্দ ও জ্ঞানচর্চার ভিত্তিতে কাজ করার মানসিকতা থাকতে হবে।
৪)    তথ্যপ্রযুক্তিতে সাধারণ জ্ঞান (ওয়ার্ড প্রসেসিং, ইন্টারনেট ব্রাউজিং) থাকলে ভালো হয়।

Conditions to be a volunteer of Bangladesh Biology Olympiad:
1) Any person of university undergrad level or above is eligible to volunteer.
2) Enthusiasm in biology is enough to volunteer, academic background is not an absolute necessity.
3) Must have the mentality to work selflessly just for the fun of it.
4) Basic working knowledge of IT (word processing, internet) is appreciated.


বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড স্বেচ্ছাসেবকদের দ্বায়িত্বসমূহ:
১)    বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের যেকোনো অনুষ্ঠানে কাজ করা।
২)    বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করা।
৩)    প্রশ্নব্যাংক তৈরিতে ভূমিকা রাখা।
৪)    বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের বিভিন্ন প্রকাশনায় লেখক/অনুবাদক/সম্পাদক/প্রদায়ক হিসেবে দায়িত্ব পালন করা।

Responsibilities of a volunteer of Bangladesh Biology Olympiad:
1) To work in any program of Bangladesh Biology Olympiad (bdbo).
2) To actively participate in the publicity of bdbo.
3) To contribute in question bank.
4) To work as writer / translator / editor / contributor of bdbo publications.


এনজাইম হতে চান?

এখানে ক্লিক করুন।

অথবা

আপনার পূর্ণ নাম (ইংরেজিতে), স্ক্যানকৃত পাসপোর্ট সাইজের ছবি (jpeg ফরম্যাটে), বর্তমান শিক্ষাগত বা পেশাগত অবস্থান, ফোন বা মোবাইল নং, ডাক ঠিকানা এবং ইমেইল ঠিকানা পাঠিয়ে দিন [email protected] এবং [email protected] -উভয় ঠিকানায়।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: +৮৮০-১৯১৮-০৬৬-৮৯৮

Want to Join? 

Click here

or

Send your full name (in English), scanned passport sized photo (jpeg format), current academic status or job position, contact number, postal address and email address to both [email protected] and [email protected].
For more information, please call +880-1918-066-898.

0 comments on “be an ENZYMEAdd yours →

Leave a Reply