আইবিওতে বাংলাদেশের অবিস্মরণীয় সাফল্য!

#সুখবর: আর্মেনিয়ায় আয়োজিত ৩৩তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের রেকর্ডসংখ্যক ৪টি ব্রোঞ্জপদক জয়!  এবছরের আঞ্চলিক ও জাতীয় জীববিজ্ঞান উৎসব, জাতীয় বায়োক্যাম্প, অনাবাসিক ট্রেইনিং ক্যাম্প ইত্যাদি ক্রমিক ধাপের মাধ্যমে চারজন শিক্ষার্থীকে বাছাই করা হয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বাংলাদেশের পতাকা তুলে ধরবার জন্য। শিক্ষার্থীরা হলেন : রায়ান রহমান (এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টাঃ স্কুল), খন্দকার ইশরাক আহমদ (নটর ডেম কলেজ), তাহসিন শান লিওন (আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ) এবং ফাইয়াদ আহমেদ (স্কলাস্টিকা)। আর্মেনিয়ার ইয়েরেভানে গত ১০ জুলাই হতে শুরু হয় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের ৩৩ তম আসর, এবং আজ সমাপনী অনুষ্ঠানে এর ফলাফল ঘোষণা করা হয়। অতীতের সকল রেকর্ড ভেঙে টিম বাংলাদেশের চারজনের প্রত্যেকেই ব্রোঞ্জ পদক জয় করে! উল্লেখ্য, বাংলাদেশ ২০১৬ সাল হতেই আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিয়ে আসছে, নির্ধারিত চারজনের দলের সকলেরই মেডেল জয় এই প্রথম। অভূতপূর্ব এই সাফল্যের জন্য রায়ান, ইশরাক, লিওন ও ফাইয়াদকে অভিনন্দন!