আইবিওতে বাংলাদেশের অবিস্মরণীয় সাফল্য!

পর্তুগাল কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড চ্যালেঞ্জ ২০২১-এ অংশ নিয়ে টিম বাংলাদেশ দুইটি ব্রোঞ্জপদক ও দুইটি মেরিট পুরস্কার জয় করেছে। অনলাইনে অনুষ্ঠিত আঞ্চলিক ও জাতীয় জীববিজ্ঞান উৎসব, জাতীয় বায়োক্যাম্প, জাতীয় টিম সিলেকশন টেস্ট ইত্যাদি ক্রমিক ধাপের মাধ্যমে সারাদেশের সাড়ে তিন সহস্রাধিক শিক্ষার্থীদের মধ্য হতে চারজনকে বাছাই করা হয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবার জন্য। তাদের মধ্য হতে তাসনিম বিনতে জুলফিকার (এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টাঃ স্কুল) ও রাদ শারার (রাজশাহী কলেজ) ব্রোঞ্জ পদক জয় করেন, এবং এএসএম আবরার জাহিন তুষার (নটর ডেম কলেজ) ও রায়ান রহমান (এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টাঃ স্কুল) লাভ করেন সম্মাননাসূচক মেরিট পুরস্কার। উল্লেখ্য, বাংলাদেশ ২০১৬ সাল হতেই আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিয়ে আসছে, নির্ধারিত চারজনের দলের সকলেরই পুরস্কার লাভ এই প্রথম। এই অভাবনীয় সাফল্যের জন্য তাসনিম, রাদ, তুষার ও রায়ানকে অভিনন্দন!

Juries
Prof. Dr. Rakha Hari Sarker
Coach, Central bdbo; Chair, Dept. of Botany, University of Dhaka
Prof. Dr. Md. Habibur Rahman
Chair, Rajshahi bdbo; Dept. of Zoology, University of Rajshahi
Dr. Saumitra Chakravarty
General Secretary, Central bdbo; Assistant Professor, Dept. of Pathology, Bangabandhu Sheikh Mujib Medical University