Preparation for Regional Biology Olympiad 2017: Chittagong Region

আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব ২০১৭: চট্টগ্রাম অঞ্চল

অন্তর্ভুক্ত জেলাসমূহ: চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার

আঞ্চলিক প্রশাসনিক সমন্বয়কারী: চয়ন বড়ুয়া, পুজা পুষ্পা এবং পলাশ

Bangladesh_map_Chittagong_f

গত ২৩ মে ২০১৬ তারিখে এক গুরুত্বপূর্ণ মিটিঙের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে জীববিজ্ঞান অলিম্পিয়াডের দ্বার উন্মোচিত হল। জীববিজ্ঞান আন্দোলনে ঢাকার সাথে একাত্মতা প্রকাশ করলো বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড। এ অঞ্চলে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষক জনাব শাহেদ মাহমুদ মত এক জন অভিভাবক পেয়ে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ধন্য। চয়ন, রক্তিম, পুষ্পা, রায়হান, শৌভিক, লোকমান, অম্লান প্রমুখের বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাবে চট্টগ্রাম জীববিজ্ঞান উৎসব।

গত ৪ জুন ২০১৬ তারিখে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষক জনাব শাহেদ মাহমুদ – এর সভাপতিত্বে এবং চট্টগ্রাম অঞ্চলের এনজাইমদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয় চট্টগ্রাম আঞ্চলিক এনজাইম সম্মেলন। উক্ত মিটিঙে কেন্দ্রীয় কমিটির মিটিঙে প্রাপ্ত সিদ্ধান্তের উপর ভিত্তি করে আগত কার্যক্রম এর উপর আলোচনা করা হয়। নগরী এবং আশপাশের প্রায় ৪০ টি স্কুলের তালিকা প্রণয়ন, ভেন্যু নিরীক্ষণ, লোকাল স্পন্সরের সাথে যোগাযোগ এবং খসড়া কমিটি প্রস্তুতের বিষয়ে আলোকপাত করা হয়।

গত ১২ জুন ২০১৬ তারিখে চট্টগ্রাম অঞ্চলে হয়ে গেল জীববিজ্ঞান অলিম্পিয়াডের তৃতীয় আঞ্চলিক মিটিঙ। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষক জনাব শাহেদ মাহমুদ – এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মিটিঙে আঞ্চলিক কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী ২৯ জুন চট্টগ্রামের আঞ্চলিক কমিটি ঘোষণা করা হবে। এছাড়াও, চট্টগ্রামের এনজাইমদের আসন্ন জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্ন তৈরি সম্পর্কে ব্রিফিং প্রদান করেন পুজা পুষ্পা।

Facebook links:

https://www.facebook.com/groups/bdbo.mail/permalink/1123362524352326/

https://www.facebook.com/groups/bdbo.mail/permalink/1130335450321700/

https://www.facebook.com/groups/bdbo.mail/permalink/1134813776540534/