Preparation for Regional Biology Olympiad 2017: Sylhet Region

আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব ২০১৭: সিলেট অঞ্চল

অন্তর্ভুক্ত জেলাসমূহ: সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ

আঞ্চলিক প্রশাসনিক সমন্বয়কারী: সাগর এবং মিনহায

Bangladesh_map_Sylhet_for_w

মিশন এবার চায়ের দেশে। হ্যাঁ সিলেট আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবের আয়োজন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বন্দর নগরী চট্টগ্রামের পর সিলেটে ৮ জুন ২০১৬ বুধবার বিকাল তিনটায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রথম আঞ্চলিক এনজাইম মিটিং। সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের ছাত্রছাত্রী এই মিটিং এ অংশগ্রহণ এবং এনজাইম হিসাবে কাজ করে সিলেট জীববিজ্ঞান উৎসব কে সাফল্য মন্ডিত করার উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক অনিরুদ্ধ প্রামাণিকের নেতৃত্বে একটি টিম এই মিটিঙে অংশগ্রহণ করে। আঞ্চলিক সমন্বয়ক সাগর ও মিনহাযের দূরদর্শিতায় এবং স্থানীয় এনজাইম দের সক্রিয় নেতৃত্বে এগিয়ে যাবে সিলেট আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব।

Facebook links:

https://www.facebook.com/groups/bdbo.mail/permalink/1132986206723291/

https://www.facebook.com/groups/bdbo.mail/permalink/1131424540212791/