General Meeting of bdbo Central Committee on 12 June 2015 [Bank Account]

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রিয় কমিটি এর সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ১২ জুন ২০১৫ তারিখ সকাল ১০ টায় বিজ্ঞান চেতনা পরিষদের আজিজ সুপার মার্কেটের অফিসে (৭৮ নং, তৃতীয় তলা) বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির এক সাধারণ সভা আয়োজন করা হয়।

সাধারণ সভা – এর আলোচ্য বিষয় সমূহঃ
ক) একটি তফসিলি বানিজ্যিক ব্যাংকে সংগঠনের নামে একটি ব্যাংক এ্যাকাউন্ট খোলা প্রসঙ্গে।
খ) ব্যাংক এ্যাকাউন্ট পরিচালনা প্রসঙ্গে।
গ) বিবিধ।

সাধারণ সভা – এর সিদ্ধান্ত সমূহঃ
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রের ৪৬(১) ও ৪৬(২) ধারা মোতাবেক নিন্মের সিন্ধান্ত সমূহ গ্রহণ করা হয়েছে –
ক) অগ্রণী ব্যাংক লিমিটেড, শ্যামলী, ঢাকা শাখায় বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড নামে একটি ব্যাংক এ্যাকাউন্ট খোলা হবে।
খ) বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড নামের ব্যাংক এ্যাকাউন্টটি উক্ত সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক এই তিনজনের যৌথ স্বাক্ষরে পরিচালনা করবেন।
গ) বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড নামের ব্যাংক এ্যাকাউন্টটি হতে অর্থ উত্তোলনের ক্ষেত্রে উক্ত সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক এই তিনজনের মধ্যে যে কোন দুইজনের স্বাক্ষর প্রদানের প্রয়োজন হবে।

সাধারণ সভা – এর সিদ্ধান্তের প্রেক্ষিতে গৃহীত পদক্ষেপঃ
অগ্রণী ব্যাংক, শ্যামলী, ঢাকা শাখায় ২৩ জুন ২০১৫ তারিখে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড – এর নামে একটি চলতি হিসাব (নং ০২০০০০৫০৮৬২৭৬) খোলা হয়।