লক্ষ্য ভিয়েতনাম জয়, চলছে নাম নিবন্ধন
সূত্র: http://www.bdtimes365.com/campus/2016/01/16/111090
আগামী ৫ ফেব্রুয়ারি ২০১৬ (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশে জীববিজ্ঞানের সবচেয়ে বড় আসর ‘জাতীয় জীববিজ্ঞান উৎসব ২০১৬’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে দ্বিতীয়বারের মতো জমকালো এই আসরটিতে অংশগ্রহন করবে দেশের ৬৪ জেলার ৭ম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। উৎসবের নাম নিবন্ধনের জন্য দেশের ২২ টি অঞ্চলে অফিস খোলা হয়েছে। আগ্রহীরা এই অফিসগুলোতে অথবা কেন্দ্রীয় প্রধান কার্যালয়ে যোগাযোগ করে নাম নিবন্ধন করতে পারবেন বলে গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গতবারের সাফল্যে এবং সীমিত আসনের কারণে এবছর আগ্রহীদের দ্রুত নাম নিবন্ধনের অনুরোধ করেছেন আয়োজকরা।
আয়োজকরা জানান, ২০১৫ সালের জুলাই মাসে ডেনমার্কে অনুষ্ঠিত ২৬ তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে একজন পর্যবেক্ষক পাঠানোর মাধ্যমে জীববিজ্ঞান বিষয়ে বিশ্বের সর্বোচ্চ মেধাভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি পায় বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় এবছর বাংলাদেশ থেকে চারজন মেধাবী শিক্ষার্থী বাংলাদেশের পতাকা বয়ে নিয়ে যাবে ভিয়েতনামে। সেখানে অনুষ্ঠিতব্য ২৭ তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবে তারা। সেই মেধাবী মুখগুলোকে বেছে নেওয়ার জন্যই ‘জাতীয় জীববিজ্ঞান উৎসব ২০১৬’। জাতীয় উৎসব থেকে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় বায়োক্যাম্প ২০১৬। ওই ক্যাম্প থেকেই ২৭ তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
‘জাতীয় জীববিজ্ঞান উৎসব ২০১৬’ তে তিন ক্যাটাগরিতে অংশ নিতে পারবে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। জুনিয়র ক্যাটাগরিতে সপ্তম-অষ্টম-নবম শ্রেণি, সেকেন্ডারি ক্যাটাগরিতে দশম/ও-লেভেল এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে একাদশ-দ্বাদশ/এ-লেভেল শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১৮ জানুয়ারি ২০১৬ (সোমবার) থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে রেজিস্ট্রেশন কার্যক্রম। বাংলাদেশের যেকোনো অঞ্চল থেকে রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন ০১৭৬১-৯২৯-১০৫ নম্বরে। এছাড়াও বিভিন্ন অঞ্চলভিত্তিক রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন:
‘জাতীয় জীববিজ্ঞান উৎসব ২০১৬’র অনলাইন মিডিয়া পার্টনার বিডিটাইমস৩৬৫ডটকম।
– See more at: http://www.bdtimes365.com/campus/2016/01/16/111090#sthash.Ml2NXQMS.dpuf