সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে ফেসবুকে Bangladesh International Biology Olympiad নামে একটি পেইজ খুলে আজাদ স্যার নামে একজন ব্যক্তি অলিম্পিয়াডের অনলাইন রেজিস্ট্রেশন করতে বলছেন এবং তার গুগল ফর্মে রেজিস্ট্রেশন করলে ৫০% ডিসকাউন্ট দেবেন বলে অঙ্গীকার করছেন। ইদানিং Bangladesh Biology Festival 2019 নামে একটা ইভেন্ট খুলে রেজিস্ট্রেশন করতে বলছেন। কেউ সেই ইভেন্টে অংশ নেবেন কীনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা সকলের অবগতির জন্য জানাতে চাই যে উক্ত ব্যক্তি বা তার পেইজের সাথে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের (Bangladesh Biology Olympiad) কোনোপ্রকার সংশ্লিষ্টতা নেই। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অধিভূক্ত একটি স্বেচ্ছাসেবী বিজ্ঞান সংগঠন (সরকারী রেজি: নং ২১০) এবং আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে প্রতিযোগী ও জুরি নির্বাচন ও প্রেরণ করার জন্য আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি কর্তৃক অনুমোদিত একমাত্র সংগঠন (http://www.ibo-info.org/countries/bangladesh)। তাই উল্লিখিত ফেসবুক পেইজ বা ইভেন্ট দেখে কেউ বিভ্রান্ত হবেন না। এবারের আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ হাঙ্গেরিতে অনুষ্ঠিত হবে, যার বাছাইপর্ব শুরু হবে মার্চ ২০১৯ থেকে। প্রাথমিক পর্ব তথা আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবের জন্য অনলাইন রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা সব প্রতিযোগীর জন্য প্রযোজ্য। উল্লিখিত পেইজের ঘোষিত ডিসকাউন্টের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমরা উক্ত পেইজে যে মোবাইল নম্বর (01840821403) দেওয়া আছে সেখানে কল করে কোনো সাড়া পাইনি। হাঙ্গেরিতে আন্তর্জঅতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেওয়ার লড়াইয়ে শামিল হতে চাইলে এখানে দেখুন: https://bdbo.org/registration-2/