Eighth bdbo-Samakal National BioCamp 2022

সময়: ২৬ মে ২০২২ সকাল ৮ টা থেকে ২৯ মে ২০২২ বেলা ১২ টা পর্যন্ত

স্থান: ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি, গণকবাড়ী, সাভার

এবারের বায়োক্যাম্পে যারা সুযোগ পেয়েছ তাদের কল করে সকল নির্দেশনা দেওয়া হবে।
যারা ভেন্যুতে পুরষ্কার নিতে পারো নি তাদের জন্য নির্দেশনা আগামী ৮ জুন, ২০২২ এরপর দেওয়া হবে।
আর যারা গতকাল সার্টিফিকেট নেয় নি তাদের জন্য নির্দেশনা দ্রুত দেওয়া হবে।

যেসব শিক্ষার্থী বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২২-এর জাতীয় পর্বে ক্যাম্পার হিসেবে নির্বাচিত হয়েছে অথবা সপ্তম ভার্চুয়াল বায়োক্যাম্প ২০২১ এ মাস্টার ক্যাম্পার সম্মাননা পেয়েছে এবং বর্তমানে উচ্চমাধ্যমিক স্তর বা তার নিচের কোনো স্তরে অধ্যয়নরত এবং জুলাই ২০২২ এ যাদের বয়স ২০ বছরের কম থাকবে শুধু তারাই অষ্টম জাতীয় বায়োক্যাম্পের জন্য নিবন্ধন করতে পারবে। বাকিদের আবেদন করার প্রয়োজন নেই। যেকোনো প্রয়োজনে: 01321146093।

বিডিবিও-সমকাল অষ্টম জাতীয় বায়োক্যাম্প ২০২২ এর রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন

Documents to download for study before BioCamp:


Bio Camp Result

Extended Camp Result