আগামীকাল অনুষ্ঠিত হবে জীববিজ্ঞান বক্তৃতা ৩
শিক্ষার্থীদের মাঝে জীববিজ্ঞানকে জনপ্রিয় করতে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির নিয়মিত আয়োজন হিসাবে আগামীকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জীববিজ্ঞান বক্তৃতা- ৩ অনুষ্ঠিত হবে ।
এবারের জীববিজ্ঞান বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে“বিবর্তনবাদের গাণিতিক প্রমাণ”। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অভীক রায় এ বক্তৃতার বক্তা হিসাবে উপস্থিত থাকবেন। আগামীকাল বুধবার দুপুর ৩টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০৯ নং কক্ষে এ বক্তৃতা অনুষ্ঠিত হবে। এছাড়াও জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।
এ বক্তৃতা সকলের জন্য উন্মুক্ত। প্রসঙ্গত, এর আগে ঢাকার ফ্রেপড মিলনায়তনে জীববিজ্ঞান বক্তৃতা- ১ এবং বগুড়ায় জীববিজ্ঞান বক্তৃতা -২ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে অংশগ্রহণ জন্য এবং বিস্তারিত তথ্যের জন্য ০১৭৬১৯২৯১০৫ নম্বরে যোগাযোগ করতে পারেন ।