২০১৭ সালের জুলাইয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক জীববিজ্ঞান উৎসবের ২৮তম আসর। আর ২০১৬ সালের ১৭ থেকে ২৫ জুলাই ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্টিত হয়েছে আন্তর্জাতিক জীববিজ্ঞান উৎসবের ২৭ তম আসর। ২৭ তম উৎসবে অংশ গ্রহণ করেছিল বিশ্বের ৭২ টি দেশ।বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ প্রথমবারের মত অংশ গ্রহণ করেছিল এ মহোৎসবে । প্রথমবারেই বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড টিম অভাবনীয় সাফল্য দেখিয়েছে। বাংলাদেশ টিমের ২ জন অর্জন করেছে মেরিট পুরস্কার এবং বাকি ২জন সম্মানজনক স্কোর করেছে। এ সাফল্যের ধারাবাহিকতা টিকিয়ে রাখতে চায় নিবিড় অনুশীলন। তোমারও যেন এ সাফল্যের ভবিষৎ অংশীদার হতে পার,সেজন্য তোমাদেরকে নিয়ে এক বিশেষ প্রশক্ষন কর্মশালার আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণ পরিচালনা করবে #বাংলাদেশ_বায়োলজি_অলিম্পিয়াড কমিটি এবং ব্যবস্থাপনা করবে #ল্যাব_বাংলা প্রকাশনী ।অনুসরণ করা হবে জীববিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক মান সম্পূর্ণ কোর্স – কারিকুলাম । যারা এ বিষয়ে প্রশিক্ষণ নিতে আগ্রহী তাঁরা “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে নিবন্ধন করতে পারবেন । আসন সংখ্যা সীমিত।
যোগাযগঃ
ল্যাব বাংলা
১৫২/১, গ্রীন রোড(পান্থপথ ও গ্রীন রোড সিগন্যালে,হেলথ এন্ড হোপ হাঁসপাতালের সাথে)
ঢাকা-১২০৫।
প্রশিক্ষনের বৈশিষ্ঠ্যঃ
১। শুধুমাত্র শুক্রবারে ক্লাশ হবে।
২।প্রশিক্ষণে সর্বোচ্চ ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
৩।প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে ১২.৩০টা পর্যন্ত(৩০ মিনিট ব্রেক ছাড়া ৪ ঘন্টা) এবং বিকাল ৩টা থেকে ৭.৩০ পর্যন্ত (৩০ মিনিট ব্রেক ছাড়া ৪ ঘন্টা)।
৪। আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ দেয়া হবে।
৫।প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ।
৬। ওরিয়েন্টেশন ক্লাশ ০৭/১০/২০১৬ এবং প্রশিক্ষণ শুরু ১৪/১০/২০১৬ ইং তারিখে।
৭। প্রশিক্ষণ সংক্রান্ত যে কোন প্রয়জনেঃ ০১৮৮২১২৬০৩৭
প্রশিক্ষকবৃন্দঃ
১। অধ্যাপক ড.রাখাহরি সরকার,ঢাকা বিশ্ববিদ্যালয়।
২। অধ্যাপক ড.শহিদুর রহমান ভূঁইয়া,শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
৩।ডাঃ বিধান রঞ্জন পোদ্দার, ময়মনসিংহ মেডিকেল কলেজ ।
৪।ডাঃ মনিরুল ইসলাম,সহযোগী অধ্যাপক, নিটোর।
৫।অনিমেশ কুমার সাহা,সেন্ট যোসেফ হাইয়ার সেকেন্ডারি স্কুল।
৬।ডাঃ সৌমিত্র চক্রবর্তী,BSMMU
৭। সামিউল আলম রাজিব,ব্রাক বিশ্ববিদ্যালয়
৮।অনিরুদ্ধ প্রামানিক,পরিচালক-ল্যাব বাংলা
৯।আহমেদ আব্দুল্লাহ,icddrb
১০।অনিক সামিউর রহমান,ইন্সেপ্টা।
১১।লুৎফুন্নাহার নিবিড় ,ময়মনসিংহ মেডিকেল কলেজ।
১২।আসিফ আহমেদ সামি, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৩।আব্দুল্লাহ-আল-কাইয়ুম অর্পণ, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৪। প্রজ্ঞা সাহা শরমি, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৫। আব্দুল্লাহ আল নোমান,শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৬।আয়েশা আক্তার নিপা, শিক্ষার্থী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
১৭।সামিরা তাসনিম রাফায়াত,শিক্ষার্থী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
১৮।শায়ান শাহরিয়ার, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৯।আবু নাসিম হায়দার কনক,শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়।
২০।চয়ন বড়ূয়া ,শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়।
২১। অনির্বাণ চক্রবর্তী, বুয়েট।