ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি আগামী ৭-৮ সেপ্টেম্বর ২০১৮ দুই দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বিজয় সরণি, তেজগাঁও, ঢাকায় জাতীয় জীবপ্রযুক্তি মেলা আয়োজন করতে যাচ্ছে। মেলা উপলক্ষ্যে র্যালি, সেমিনার, গোল টেবিল বৈঠক, জীবপ্রযুক্তির জনপ্রিয় বিষয়ে বক্তব্য, বায়োটেকনোলজি বিজনেস টক, পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা, বায়োটেকনোলজি বিজনেস আইডিয়া প্রতিযোগিতা, গবেষণা ফলাফল উপস্থাপন প্রতিযোগিতা, ক্যারিয়ার কাউন্সেলিং, চাকুরি মেলা, স্কুল/কলেজের ছাত্র/ছাত্রী কর্তৃক জীবপ্রযুক্তি বিষয়ে প্রকল্প উপস্থাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইত্যাদি আয়োজন করতে যাচ্ছে। মেলায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান এবং স্কুল/কলেজের ছাত্র/ছাত্রীরা অংশগ্রহন করবে। মেলায় অংশগ্রহন সকলের জন্য উন্মুক্ত।
যোগাযোগ: জনাব সজীব দে, সহকারী প্রকোশলী, এনআইবি, মোবাইল: ০১৭৪৪-৯২৮১৯২
জীবপ্রযুক্তি প্রকল্প প্রদর্শনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফর্ম ডাউনলোড
পূরণকৃত ফরম প্রেরণের ইমেইল: [email protected]
ইভেন্টের ফেসবুক লিংক: https://www.facebook.com/events/270130743601749/
ভিজিট করুন: www.nib.gov.bd
National Institute of Biotechnology is going to organize the National Biotechnology Fair on 7-8 September, 2018, for two days, in Bangabandhu Sheikh Mujibur Rahman Novotheater, Bijoy Sarani, Tejgaon, Dhaka. Rally, seminar, round table meeting, popular talks of biotechnology, biotech business talks, poster presentation competition, biotech business ideas competition, research result presentation contest, career counseling, job fairs, biotechnology project presentation by school / college students, cultural events, etc. are going to be organized . The students of the respective universities, research institutes, industrial and business establishments and schools / colleges will participate in the events. Participation in the fair in general is open to everyone.
Contact: Mr Sajeeb Dey, Assistant Engineer, NIB, Mobile: 01744-928192
Download registration form for students interested in displaying biotech project
Email address to send the filled out form: [email protected]
Facebook link of the event: https://www.facebook.com/events/270130743601749/
Please visit: www.nib.gov.bd