বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটকে অভিনন্দন

BRRI_Congrats_for_Web

বাংলাদেশের কৃষি উন্নয়নে ও জনগণের খাদ্যঘাটতি পূরণে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের ভূমিকা অনস্বীকার্য। মেধাবী বিজ্ঞানীদের নিরন্তর গবেষণায় নতুন নতুন ধানের জাত উদ্ভাবন ও তা কৃষকদের হাতে পৌছে দেওয়ার ফলেই আজ বাংলাদেশ খাদ্য স্বয়ংসস্পূর্ণ। কৃষি গবেষণায় অবদানের ফলস্বরূপ বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট বঙ্গবন্ধু স্বর্ণপদক ১৪২০ অর্জন করেছে। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের অধীনস্থ বিজ্ঞানীসহ সবাইকে অভিনন্দন। এই প্রতিষ্ঠানকে নেতৃত্ব প্রদান করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ায় বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির একান্ত সহযোগী ড. জীবন কৃষ্ণ বিশ্বাস স্যারকে অভিনন্দন।


গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালকের কার্যালয়ে মাননীয় মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাসকে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডরে পক্ষ থেকে সম্মাননা প্রদানের মুহূর্ত।